চরফ্যাসন প্রতিনিধি :এ,কে এম গিয়াস উদ্দিন।
চরফ্যাসন ভেজাল বিরোধী অভিযানে শশীভুষন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স শাহনাজ বেকারিতে অর্থদন্ড ও জেলে প্রেরন করেছে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি আমিনুল ইসলাম। আজ ২৭ এপ্রিল দুপুর ১ টায় শশীভুষন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কোর্ট পরিচালনা কালিন অবস্থায় মের্সার্স শাহনাজ বেকারিতে পঁচা ডিম সংরক্ষন, পঁচা ডিম ব্যবহার করে রুটি, কেক ও টোস্ট ইত্যাদি তৈরী কালিন অবস্থায় নোংরা ময়লাযুক্ত পরিবেশে সংরক্ষন করায় বেকারির মালিক মো:আববাস ও কারিকর মো : হারুন কে মোবাইল কোর্টের সঙ্গীয়
শশীভুষন থানারএস, আই এনায়েত হোসেন তাদের গ্রেফতার করে উপস্থিত মোবাইল কোর্টের ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ মোতাবেক মো:আববাস কে তাৎক্ষনিক ভাবে ৩০০০০/ টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাস ১৫ দিনের কারাদন্ড কারিকর মো: হারুন কে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫০০০/টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। জব্দকৃত পঁচা ডিম এবং উৎপাদিত পন্য/খাদ্যদ্রব্য সমুহ মানবদেহের জন্য ক্ষতিকর খাদ্যদ্রব্য সমুহ পচনশীল ও সংরক্ষনের অযোগ্য হওয়ায় ঘটনাস্থলে উপস্থিত এওয়াজপুর ইউ পি চেয়ারম্যান, শশীভুষন প্রেসক্লাবের সেক্রেটারি অন্যান্য সাংবাদিকবৃন্ধ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিনস্ট করা হয়। আসামিগন জরিমানার অর্থ পরিশোধ না করায় উভয়কে শশীভুষন থানা পুলিশের মাধ্যমে সংশ্লিষ্ট জেলে প্রেরন করা হয়।